নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত পয়েন্ট দিয়ে মায়ানমারে পারাপারের সময় বিজিবি ২ ব্যক্তিকে আটক করেছে।
শনিবার (১৭ জুন) সকাল ১১টা ৩০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ ভালুখাইয়া বিওপির নিয়মিত টহল দল বিওপি থেকে মেইন পিলার-৪৭ এর আনুমানিক ৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে বামহাতিরছড়া নামক স্থান থেকে মিয়ানমারের অভ্যন্তরে টিউবওয়েল বসানোর জন্য মায়ানমারে যাওয়ার সময় ২ জনকে ২ টি ফিল্টার পাইপ সহ আটক করে।
আটককৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচ্যার হলদিয়া পালং এর ফরিদ আলমের পুত্র শাহাবুদ্দিন (২৫), একই এলাকার মৃত কবির আহমদের পুত্র কামাল উদ্দিন( ৩০)।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিবি) সূত্রে জানা যায়।
মায়ানমারে পারাপারের সময় বিজিবির হাতে আটক-২
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে