নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অভিযান চালিয়ে মালিক বিহীন মায়ানমারের তৈরী মদ এবং সিগারেট উদ্ধার করেছে।
বুধবার ( ৩১ মে) রাত ২ টার সময় ১১ বিজিবির ব্যাটালিয়ন থেকে আনুমানিক ১১কিলোমিটার দক্ষিন -পশ্চিমে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মন্দিরের পাশে সোনাইছড়ি মগপাড়া নামক স্থান থেকে মায়ানমারের তৈরী বার্মিজ সিগারেট ও মদ উদ্ধার করে। ওআরইসি সিগারেট ১২,৪২০ প্যাকেট, ক্যাপট্যাল সিগারেট ৭২৯ প্যাকেট, মানসাল রোম মদের বোতল ৩২০ টি।
উদ্ধারকৃত সিগারেট ও মদের বাজার মুল্য প্রায় অর্ধ কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে জানান নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি।
উদ্ধারকৃত মাদক এবং সিগারেট গুলো বতর্মানে ব্যাটালিয়ন সদরে হেফাজতে রয়েছে, পরবর্তী কার্যক্রমের জন্য।
উল্লেখ্য নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিমের সার্বিক দিক নির্দেশনায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে বিজিবি সদস্যরা কঠোর পরিশ্রম করে আসছে। মিয়ানমার থেকে চোরাই পথে আসা,গরু,ইয়াবা,সুপারি,বিভিন্ন ব্রান্ডের সিগারেট এবং হরেক রকম মদ বাংলাদেশের ভিতরে প্রবেশের বিরুদ্ধে সর্বদা সজাগ দৃষ্টি রাখছে নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে বিদেশি সিগারেট ও মদ উদ্ধার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে