সিবিএন:

“জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩” উদযাপন উপলক্ষ্যে কক্সবাজার সদর উপজেলায় ‘শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান‘ হিসেবে আবারও কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ মনোনীত হয়েছে।

গত ১৭ মে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল সাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

তিনজন ‘শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান’ তালিকায় বিদ্যালয় পর্যায়ে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত এবং মাদরাসা পর্যায়ে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ রাহমত ছালাম শ্রেষ্ঠ হয়েছেন।

এাড়াও কক্সবাজার সিটি কলেজ থেকে শ্রেষ্ঠ রোভার শিক্ষক – জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক – মর্জিনা আরা বেগম, প্রভাষক, অর্থনীতি বিভাগ , শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী – মো সিফাত হোসাইন, CSE, 1st semister. শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ – কক্সবাজার সিটি কলেজ রেঞ্জার গ্রুপ, শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী – নাদিয়া, অনার্স ২য় বর্ষ, অর্থনীতি বিভাগ ।
দ্বাদশ শ্রেণি (গ) বিভাগে রবীন্দ্র সংগীত , নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে শ্রেষ্ঠ হয়েছেন কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র পুষ্পেন দাশ।

তাঁদের এ সাফল্যে কক্সবাজার সিটি কলেজ পরিবার অভিনন্দন জানিয়েছেন।