আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) :
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে ৫ রোহিঙ্গা শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে জাদিমুড়ার ন্যাচার পার্ক থেকে মুখোশধারী ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী এদের অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।

তবে এ পর্যন্ত অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ দাবিসহ কোনো প্রকার যোগাযোগ করার খবর পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, অপহরণের বিষয়টি তিনি শুনেছেন তবে এখন পর্যন্ত কারো কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এরপরও পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে। তিনি অপহৃতদের নাম ঠিকানা নিশ্চিত করতে পারেননি।

তবে রোহিঙ্গা ক্যাম্পে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, অপহৃত ৫ শিশু টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্প এলাকার।

অপহৃত শিশুরা হলেন- সি ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল (১৩), মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল (১২), উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত (১২), বি ব্লকের মো. রফিকের ছেলে ওসমান (১৪), ডি ব্লকের মাহাত আমিনের ছেলে নুর কামাল (১৫)।

উল্লেখ্য,এ নিয়ে গত ৭ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৫৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।