ইমরান আল মাহমুদ,উখিয়া:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক দূর্ঘটনা রোধে যানবাহন চালকদের মাঝে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উখিয়া ট্রাফিক পুলিশ।

শুক্রবার(২১ এপ্রিল) বিকেলে কোর্টবাজার স্টেশনে মোটরসাইকেল,সিএনজি ও টমটম চালকদের মাঝে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। ট্রাফিক পুলিশের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রুবায়েত হোসেন বলেন,”কক্সবাজার জেলা পুলিশ ট্রাফিক পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব জসীম উদ্দিন স্যারের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সঙ্গীয় ফোর্স সহ উখিয়ার কোর্টবাজার এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় হেলমেট বিহীন চালক, মোটরসাইকেলে ৩জন আরোহনকারী, ট্রাক-পিকাপে সাউন্ডবক্স বাজিয়ে জনবিরক্তি সৃষ্টি করা এবং কাগজপত্র ও ফিটনেস বিহীন গাড়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়। জনস্বার্থে সচেতনতামূলক এ অভিযান অব্যাহত থাকবে”

অভিযানে উখিয়া থানার এএসআই রেজাউল করিম, ট্রাফিক কনস্টেবল জহির সহ অনেকে উপস্থিত ছিলেন।