বলরাম দাশ অনুপম ॥
কক্সবাজার জেলা আইনজীবি সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চলছে শেষ মুর্হুত্বের প্রচারণা। আগামী ২৫ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচন। প্রতিবারের মত এবারের নির্বাচনেরও দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৮টি সম্পাদকীয় ও ৯টি সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে এই দুই প্যানেলে লড়ছেন ৩৪ প্রার্থী। মোট ৮৫৪ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ রয়েছে। এরমধ্যে, চকরিয়া ও কুতুবদিয়া আদালতে কর্মরত আইনজীবীদের নিয়ে ৬৮ জন আইনজীবী নিয়ে প্রকাশিত একটি ভোটার তালিকার ভোট গ্রহন করা হবে চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে। ৭৮৬ জন আইনজীবী নিয়ে অপর একটি পৃথক ভোটার তালিকায় ভোট গ্রহন করা হবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মূল ভবনের দু’তলায়। সপ্তাহ দেড়েক ধরে ধরে চলা নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন চেয়ে পোস্ট করেছেন। এছাড়াও জেলা আইনজীবি সমিতির আশপাশসহ পুরো আদালত চত্ত্বর এলাকায় বিভিন্ন প্রার্থীদের ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে। সর্বত্রই বিরাজ করছে নির্বাচনী আমেজ। এবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের ব্যানারে সভাপতি পদে এডভোকেট ইকবালুর রশিদ আমিন (সোহেল), সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ তারেক, সিনিয়র সভাপতি এডভোকেট মোহাম্মদ জাকারিয়া-১, সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ আবদুর রহিম, সহ সাধারণ সম্পাদক (সাধারণ সম্পাদক) এডভোকেট নুরুল ইসলাম সায়েম, সহ সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট মোঃ আকতার হোসেন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট মো: মহিউদ্দিন, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট ফরহাদ আহমদ, সিনিয়র নির্বাহী সদস্য পদে এডভোকেট মোহাম্মদ ইসহাক-১, এডভোকেট আলহাজ¦ নুরুল আমিন, এডভোকেট কপিল উদ্দিন চৌধুরী, এডভোকেট মাহাবুবুর রহমান, এডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী, জুনিয়র নির্বাহী পদে এডভোকেট টুলটুল পাল, এডভোকেট জালাল উদ্দিন, এডভোকেট মোহাম্মদ ফেরদাউস আলম ও এডভোকেট মীর কায়েস উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন-সভাপতি পদে এডভোকেট সিরাজুল ইসলাম-৪, সাধারণ সম্পাদক পদে এডভোকেট তাহের আহমদ সিকদার, সিনিয়র সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ কাসেম আলী, সহ সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ, সহ সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট মোঃ মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট মোহাম্মদ শাহীন, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শেফাউল করিম রানা, সিনিয়র নির্বাহী সদস্য পদে এডভোকেট দিল মোহাম্মদ চৌধুরী, এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, এডভোকেট আমির হোছাইন, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, জুনিয়র নির্বাহী সদস্য পদে এডভোকেট এম.এম ইমরুল শরীফ, এডভোকেট শওকত ওসমান, এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং এডভোকেট মোহাম্মদ জসীম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে সুষ্ঠু করতে সিনিয়র আইনজীবী প্রিন্সিপাল অ্যাডভোকেট মুহাম্মদ বাকেরকে প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট মোহাম্মদ নুরুল হুদা, এডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও এডভোকেট নুর উল আলম-কে সহকারী প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। এছাড়াও এডভোকেট মোস্তাক আহমদ-৪, এডভোকেট ফরিদ আহামদ, এডভোকেট নুর আহমদ-২, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট সাজ্জাদুল করিম এবং এডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী এডভোকেট ইকবালুর রশিদ আমিন (সোহেল) বলেন, আমি পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত যে কাজগুলো রয়েছে তা সমাপ্ত করবো। পাশাপাশি গতবারের দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বলেও জানান তিনি। অন্যদিকে আইনজীবি ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী এডভোকেট সিরাজুল ইসলাম বলেন,আমি নির্বাচিত হলে সততার সাথে নিজেকে দূর্নীতিমুক্ত রেখে সমিতির সকল সদস্যদের কল্যাণে কাজ করে যাব। তাছাড়া বার ও বেঞ্চের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা হবে।