রামু প্রতিনিধি:
রামুতে আলম ডেন্টার কেয়ার এর ১৮ তম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি ওরাল এন্ড ডেন্টাল চেকআপ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত আলম ডেন্টাল কেয়ার এর দিনব্যাপী এ আয়োজনে দরিদ্র-সুবিধা বঞ্চিত ২০০ জন নারী-পুরুষকে বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
শুক্রবার, ১৩ ফেব্রæয়ারি সকাল ১০ টায় রামু চৌমুহনীস্থ আলম ডেন্টাল কেয়ার এ ফ্রি ওরাল এন্ড ডেন্টাল চেকআপ কর্মসূচির উদ্বোধন করেন- রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাঈম সরকার। রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ওরাল এন্ড ডেন্টাল সার্জন (বিডিএস) ডা. মোহাম্মদ আলমগীর হোছাইন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়–য়া ও সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।
দিনব্যাপী ফ্রি ওরাল এন্ড ডেন্টাল চেকআপ কর্মসূচিতে রোগীদের দন্ত চিকিৎসাসেবা প্রদান করেন ৪ জন ডেন্টাল সার্জন এবং ৪ জন ডেন্টাল টেকনোলজিস্ট। এতে আগত প্রত্যেক রোগীকে শুভেচ্ছা উপহার স্বরুপ একটি করে মেডিপ্লাস টুথপেস্ট প্রদান করা হয়।
ফ্রি ওরাল এন্ড ডেন্টাল চেকআপ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন- দাঁত মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলেও অনেকে এর যথাযথ যতœ নেননা। অনেককে একারনে মারাত্মক শারীরিক সমস্যার সম্মুখিন হতে হয়। আবার দাঁতের চিকিৎসা নিতে গিয়ে অনেকে যথাযথ চিকিৎসার অভাবে হয়রানি হন। রামুতে উপজেলা পর্যায়ে আলম ডেন্টাল কেয়ার সর্বাধুনিক কম্পিউটারাইজড ইউনিট ও যন্ত্রপাতি সমৃদ্ধ, জীবাণুমুক্ত, নিরাপদ ও শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে পরিপূর্ণ দন্ত চিকিৎসালয় চালু করে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা দিয়ে যাচ্ছে। স্বাস্থ্য সেবায় এ প্রতিষ্ঠান রামুবাসীর প্রত্যাশা পূরণে কাজ করছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।