মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অবকাশকালীন কোর্ট চলবে।

বিষয়টি একই আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন সিবিএন-কে নিশ্চিত করেছেন।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী অবকাশকালীন বিচারক ও কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ৪ ডিসেম্বর থেকে ৬ নভেম্বর এবং ১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মোট ৬ কার্যদিবস অবকাশকালীন আদালত পরিচালনা করেছেন। কিন্তু আদালতে ফৌজদারী জরুরি মামলার আধিক্য থাকায় পূর্ব ঘোষণার চেয়ে অতিরিক্ত আগামী ২৮ ডিসেম্বর ও ২৯ ডিসেম্বর অতিরিক্ত আরো ২ দিন অবকাশকালীন আদালত পরিচালনার আদেশ জারী করা হয়েছে বলে জানান-প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন।

অবকাশকালীন আদালতে জরুরি ফৌজদারী, দেওয়ানী, শিশু সংক্রান্ত মামলা, এসব মামলা হতে উদ্ভুত জরুরি বিষয় সমুহ শুনানী ও নিষ্পত্তি করা হবে বলে জানান-একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার জেলা জজশীপের নিয়ন্ত্রনাধীন সকল আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সমুহে বার্ষিক অবকাশ চলছে।অবকাশকালীন জরুরী বিষয় সমুহ নিয়ে বিচারকার্য পরিচালনার জন্য কক্সবাজারের নিয়মিত সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল-কে অবকাশকালীন বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিলো।