প্রেস বিজ্ঞপ্তি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, ৭ ডিসেম্বর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গুলিবর্ষণ করে মকবুল হোসেন হত্যা, মিথ্যা গায়েবী মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর-দখল করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কক্সবাজার জেলা বিএনপি।

বুধবার বিকালে কক্সবাজার শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিলোত্তর জেলা জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির শাহজাহান চৌধুরী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ বছর ধরে গায়ের জোরে দেশ শাসন করেছে। স্বাধীনতার ৫১ বছরেও আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা প্রতিষ্ঠিত করতে পারিনি। অথচ গণতন্ত্র, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানির স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। মুক্তিযুদ্ধের পর প্রথম যারা ক্ষমতায় ছিলো তারাই মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করেছে।

তিনি আরো বলেন, ‘আজকে দেশের মানুষ শান্তিতেও নেই, স্বস্তিতেও নেই। সবখানে শুরুই অরাজকতা। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নেই। বিরোধী মত দমনে ব্যস্ত সরকার। দেশ এভাবে চলতে পারে না।’
তিনি অবিলম্বে বিএনপি জাতীয় নেতৃবৃন্দসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মোকতার আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, মহেশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক আমির আলী, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দীন আফসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. মোঃ ইউনুছ, সদস্য সচিব সরওয়ার রোমন, জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আবছার কামাল, আবদুর রহিম, রিজভী খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাসেদুল হক রাসেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, যুবদল নেতা জাহেদুর রহমান, দোলন ধর, শহর শ্রমিক দলের আহবায়ক আবছার কামাল, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান সিকদার।

এছাড়াও বিএনপি অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।