মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, শেখ হাসিনা আছে বলেই পার্বত্য অঞ্চলে এতো উন্নয়ন। শেখ হাসিনা আছে মানেই বাংলাদেশে উন্নয়ন। ছাগল নাচে খুঁটির জোরে আর বীর বাহাদুর নাচে শেখ হাসিনার জোরে। শনিবার দুপুরে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগে নবীনের আগমনকে স্বাগতম। কিন্তু কোন দুষ্টু লোকের ঠাঁই নাই আওয়ামী লীগে। সু-নেতৃত্বের বড়ই অভাব, নেতৃত্বের অভাবে আজিজনগর এগিয়ে যেতে পারছেনা।

আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন রানার সঞ্চালনায় চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তাবরীজি, জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম (পিপিএম), উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, শেখ মাহাবুবুর রহমান ও ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রাণী দাশ বিশেষ অতিথি ছিলেন। মতবিনিময় শেষে মন্ত্রী পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্পের আওতায় আর্থ সামাজিক উন্নয়নে দুস্থ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল, কৃষকদের মাঝে কৃষি উপকরণ, এলজিএসপি-৩ আওতায় ঢেউটিন ও সামাজিক খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় ভিজিডি চাউল বিতরণ উদ্ভোধন করেন। এর আগে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্ভোধন করেন মন্ত্রীবীর বাহাদুর উশৈসিং এমপি।