জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা’ধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের একটি বিশেষ অভিযান চালিয়ে বিদেশি সিগারেটসহ ২পাচারকারীকে আটক করেছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোগাড়ি জব্দ করা হয়।
বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় উখিয়া টেকনাফ সড়কের আমগাছতলা নামক এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহাতীত উক্ত নোহা মাইত্রুোগাড়ি যাহার নং (ঢাকা মেট্রো চ-৫১-৯৪৫৭) তল্লাশি করে ৩৫০০ প্যাকেট বিদেশি সিগারেট ও মাইক্রো গাড়িটিসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত ব্যক্তি উখিয়া উপজেলার পালংখালী এলাকার মৃত ওবাইদুল হক এর ছেলে জসীম উদ্দীন(৩২) এবং টেকনাফ থানা’র গিলাতলী এলাকার মৃত নুর আহমদ এর ছেলে ইমাম হোসেন (২২)।
নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে এসব সিগেরেট উদ্ধার করা হয়। আটককৃত জসীম উদ্দীন ও ইমাম হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।