নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি শ্রমিক নেতা ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ আলমগীরের প্রথম মৃত্যু বার্ষিকী আজ ১০ অক্টোবর সোমবার।

তিনি গত বছরের ১০ অক্টোবর রোববার সকাল ১০টায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়স্বজন রেখে গেছেন।

মরহুমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উনার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

মরহুম মাওলানা মুহাম্মদ আলমগীরের আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন তার পরিবার।

উল্লেখ্য ২০২১ সালের ৬ অক্টোবর সকাল ১১ টায় ওলামা মাশায়েকের এক অনুষ্ঠানে ব্রেইন স্ট্রোক করলে কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ৯ অক্টোবর রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় পরের দিন ১০ অক্টোবর সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।