অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজের পর থেকে টানা টেস্ট খেলেছে বাংলাদেশ দল। পরপর ছয়টি টেস্টের পাঁচটিতেই হার। ফরম্যাট বদলে টি-টোয়েন্টিতে আসলেও ভাগ্য বদল হয়নি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্ষুদে সংস্করণের দুই ম্যাচেও হেরেছে টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে টানা হারের এই দুর্বিপাক থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ দল।

অতীতের মতো এবারও প্রিয় ফরম্যাট ওয়ানডেই ত্রাতা হয়ে ধরা দিয়েছে। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরেও চার ম্যাচ হারের পর জয়ের খাতা খুলেছে বাংলাদেশ। গতকাল রাতে গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৬ উইকেটে পরাজিত করেছে তামিম ইকবালের দল।

সম্মিলিত পারফরম্যান্সে এসেছে স্বস্তির জয়। বোলিংয়ে শরীফুল ইসলাম ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন এ তরুণ পেসার। মেহেদী হাসান মিরাজ ৩৬ রানে নেন ৩ উইকেট। গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন এ অফস্পিনিং অলরাউন্ডার।

বৃষ্টি ভেজা আউটফিল্ডের কারণে গতকাল প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছিল নির্ধারিত সময়ের ২ ঘন্টা ২০ মিনিট পর। ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪১ ওভারে। টস জিতেই বাংলাদেশ ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজদের। স্লো, লো বাউন্সের উইকেট, যেন মিরপুরকেই গায়ানায় পেয়েছিল টাইগাররা। মিরাজ-শরীফুলরা চেপে ধরেন স্বাগতিকদের। তারপরও লেজের লড়াইয়ে তারা ৯ উইকেটে ১৪৯ রানের পুঁজি গড়ে।

কাইল মেয়ার্স ১০, শামারাহ ব্রুকস ৩৩, পুরান ১৮, শেপার্ড ১৫, অ্যান্ডারসন ফিলিপ অপরাজিত ২১, জেডেন সিলস অপরাজিত ১৬ রান করেন। মোস্তাফিজ একটি উইকেট পান। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তিনি বোল্ড করেছিলেন শাই হোপকে।

এই টার্গেট পাড়ি দিতে অবশ্য সময় নেয়নি বাংলাদেশ দল। ৩১.৫ ওভারে ৪ উইকেটে ১৫১ রান তুলে নেয় তামিম বাহিনী। ৫৫ বল আগে জয় নিশ্চিত করে সফরকারী দল। তামিম ৩৩, শান্ত ৩৭, মাহমুদউল্লাহ অপরাজিত ৪১, সোহান অপরাজিত ২০, আফিফ ৯, লিটন ১ রান করেন।

তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ দল। আগামী ১৩ জুলাই গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।