খায়রুল বাশার সোহেল, চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় কোরবানি উপলক্ষে বসা পশুর হাট পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম (সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। পরে তিঁনি সাংবাদিকদের সাথে হাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

৮ জুলাই শুক্রবার বিকালে উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজার পশুর হাট পরিদর্শন করেন। এসময় পশু বিক্রেতা ও ক্রেতাদের সাথে চাঁদাবাজি, নৈরাজ্যকারীদের হয়রানি থেকে রক্ষা করতে বিভিন্ন দিক নির্দেশামুলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার বলেন- দেশের প্রতিটি পশুর হাটের মতো এই হাটে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে জেলা পুলিশের পক্ষ থেকে জাল টাকা শনাক্তের মেশিন বসানো হয়েছে।

হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, জেলার কোন পশুর হাটে কেউ চাঁদাবাজি করাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পশুর হাট পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজহারুল ইসলাম, থানার অপারেশন অফিসার রাজীব কুমার সরকার, এসআই মঈনুদ্দিন তালুকদার, এস আই অপুসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।