দেলওয়ার হোসাইন, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়াকে মাদক ও বখাটে (কিশোর গ্যাং) নির্মূল করতে এলাকাবাসীর সহযোগিতা চাইলেন ওসি পেকুয়া মোঃ ফরহাদ আলী। বখাটে নামধারী এই কিশোর গ্যাং সমাজের জন্য বিষপোড়ায় পরিনত হয়েছে ,তাদের নির্মূলে পেকুয়া থানা পুলিশ তৎপর রয়েছে । পুলিশ পেকুয়াতে আর কোন মাদকাসক্ত বখাটেদের কিশোর গ্যাং এর মত সংগঠিত হতে দিবেনা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবে পেকুয় থানা পুলিশ। এতে এলাকার সকল অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন । শুক্রবার (৮ জুলাই) পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর গোঁয়াখালী আদার বাপের জামে মসজিদে জুমা পরবর্তী এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্যে এ কথা বলেন পেকুয়া থানার অফিসার ইনর্চাজ মোঃ ফরহাদ আলী । তিনি বলেন সমাজে বিশৃংখলা করে নাগরিকের শান্তি বিনষ্ট করার অধিকার কারো নেই । পেকুয়া থানা পুলিশ শান্তি শৃংখলা রক্ষায় জনগনের সেবক হয়ে কাজ করবো । যে কোন অভিযোগ পেকুয়া থানা পুলিশকে জানানোর জন্য সহজ উপায়ে ৯৯৯ এ কল করে অবহিত করুন পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করবে । এসময় এলাকাবাসীর উদ্ধেশ্যে বক্তব্য রাখেন,পেকুয়া থানার সেকেন্ড অফিসার এস আই মোজাম্মেল হক । তিনি বলেন মাদক ইভটিজিং বাল্য বিবাহ সহ অপরাধ দমনে এলাকায় শান্তি শৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্থানীয় জনগনের সহযোগিতা কামনা করেন । যারা সমাজে অপরাধ মুলক কাজে জড়িত তাদের প্রথমে আমরা ভাল পথে ফিরে আসার সুযোগ দিব যদি তারা ফিরে না আসে তাদের বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ গ্রহন করা হবে।
সম্প্রতি পেকুয়া সদর ইউনিয়নের চলত মার্কেট এলাকায় কিশোর গ্যাং নামধারী বখাটেরা কাজল নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে মারাত্নকভাবে আহত করে। এঘটনায় ওই কলেজ ছাত্রের ভাই ইউনুছ ফারুক বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। গত ১১ মে একই এলাকা থেকে ফোরকান নামে কিশোর গ্যাংএর ১সদস্যকে কিরিচ সহ আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে এক মাদ্রাসা ছাত্রীর মা ও বোনকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটে ওই কিশোর গ্যাং সদস্য। বেশ কয়েকটি ঘটনায় এলাকায় বিশৃংখলা সৃষ্টি হয় । এসব বিষয়ে বিভিন্ন গনমাধ্যমে খবর প্রকাশ হলে আইন শৃংখলা বাহিনীর এলাকায় কিশোর গ্যাং দমনে তৎপর হয়ে উঠে। তারই ধারাবাহিকতায় পেকুয়ায় কিশোর গ্যাং নামধারী বখাটে নির্মূলে ঐক্যবদ্ধ হয়েছে এলাকাবাসী। এলাকায় বখাটেদের উৎপাত,স্কুল-কলেজের ছাত্রীদের পথরোধ করে ইভটিজিং করা, চুরি,ছিনতাই বেড়ে যাওয়া সহ সকল অপরাধ মুলক কাজে সম্পৃক্ত অস্ত্রধারী বখাটেদের নির্মূলে সামাজিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করে আইনের কাছে সোপর্দ করতে সিদ্ধান্ত নিয়েছে এলাকাবাসী। গত বুধবার (২৯ জুন) রাত ৮টায় পেকুয়া সদর ইউনিয়নের ১,২,নং ওয়ার্ডের চলত মার্কেট এলাকায় এক উঠান বৈঠকে এসব সিন্ধান্ত নেয়া হয়। এসময় পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরফাত আলী,ওসি তদন্ত কানন সরকার ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন। এলাকাবাসীর উদ্দেশ্যে ওসি মোঃ আরফাত আলী বলেন, কিশোর গ্যাং নামক অস্ত্রধারী বখাটে নির্মূলে পেকুয়া থানা পুলিশ কঠোরভাবে আইনি প্রদক্ষেপ গ্রহন করবে। তিনি বলেন বিশেষ অভিযান পরিচালনা করে বখাটেদের আইনের আওতায় আনা হবে।সন্ত্রাস দমনে এলাকাবাসীর এধরনের উদ্যোগকে স্বাগত জানান, তিনি আগামী দু একদিনের মধ্যে এলাকায় একটি সন্ত্রাস বিরোধী সমাবেশে করার কথাও জানান।