মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশপাড়ি পয়েন্টে স্থলমাইন বিষ্ফোরণে-১ তঞ্চঙ্গা জুমিয়া গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তির নাম মংলগ্যা তঞ্চঙ্গা (২৬)। সে ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়ি দক্ষিন পাড়ার অংচামং তঞ্চঙ্গার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র আরো জানান,জুমিয়া মংলগ্যা তঞ্চঙ্গা প্রতি বছরের ন্যায় এ বছরও ৫ একর জুম চাষের জায়গা ঠিক করে সে জমি পরিষ্কার করছিল। গত এক সপ্তাহ ধরে সে জঙ্গল কাটা ও অন্যান্য কাজ করে আসছিল। কিন্তু মঙ্গলবারও আগের দিনের মতো পাহাড়ে যান সেখানে । সকাল থেকে কাজ করতে গিয়ে দুপুর গড়াতেই একটি
স্থলমাইন বিষ্ফোরণের ঘটনা ঘটে।

এতে জুমিয়া মংলাগ্য তঞ্চঙ্গার একটি পা উড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে নিয়ে স্থানীয় এসএমএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ককসবাজারের অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনর্চাজ সোহেল রানা জানান,আহত তঞ্চঙ্গাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাইশফাড়ি সীমান্তে লোকজন যেন আতংকিত না হয় পুলিশ-বিজিবি তৎপর রয়েছে।