আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ
পাহাড়ি জেলা বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নে আগুনে পুড়ে ২ ম্রো যুবকের মৃত্যু হয়েছে। এতে আগুনে পুড়ে আহত হয় ১ জন।

সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লাংড়ি মুরুং পাড়ায় বুধবার রাত ২টার সময় আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনে পুড়ে রেংনং ম্রো (৩৬), পিতা-ধনরই ম্রো কারবারি ও রিংরাও ম্রো (৩২), পিতা: মৃত-মারা ম্রো নামে দুই যুবক মারা যান এবং মেনরাই ম্রো (৪২) গুরুতর আগত হন।

আহত ও মৃতরা লাংড়ি ম্রো পাড়ারি বাসিন্দা ।

আগুনে পুড়ে মারা যাওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আলীকদম সেনা জোনের ওয়ারেন্ট অফিসার মোঃ ইকরামুল হক।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাতে আগুনে পুড়ে মারা যাওয়া উপজাতি যুবকরা অতিরিক্ত মদ্যপান করে মাতাল অবস্থায় নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ে।

ঘুমানোর আগে কুপি বাতি নেভাতে ভুলে যায় তারা। পরে গভীর রাতে ঘরে থাকা কুপি বাতির (চেরাগ বাতি) পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হলে বাড়িতে আগুন লেগে তারা মারা যায়। মৃত যুবকেরা অতিরিক্ত মদ্যপ থাকায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল।

আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে যায় তারা এবং আহত ব্যক্তির বেশীরভাগ শরীর পুড়ে যায়।

এদিকে আহত ব্যক্তিকে আলীকদম হসপিতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন। গভীর শীতের রাত হওয়ায় অধিকাশং পাড়াবাসি ঘুমিয়ে ছিল।
আগুন লাগার ব্যপারে কেউ টের পায়নি তাই তাদের সহজে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে ঘটনা স্থলে দুইজন পুড়ে মারা যান।