হ্যাপী করিম, মহেশখালী :
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ইয়াছিন। রোববার (২৬ ডিসেম্বর) চট্রগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ প্রদান করা হয়। তিনি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ১৫ জুলাই ২০২০ থেকে কর্মরত রয়েছেন।

তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার, ১০ নং সুন্দরপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ড়ের বাসিন্দা। মুহাম্মদ ইয়াছিন (শিমুল) শিক্ষাজীবনে ফটিকছড়ি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, চট্টগ্রাম ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স এবং মাস্টার্স শেষ করে ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

উল্লেখ্য- ইউএনও মোঃ মাহফুজুর রহমান প্রথম শ্রম মন্ত্রনালয়ে উপসচিব হিসেবে বাহরাইনে নতুন কর্মস্থলে যোগদান করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

শীঘ্রই মহেশখালী উপজেলা’র নতুন ইউএনও মোহাম্মদ ইয়াছিন নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।