প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরতলীর লিংকরোড মাশরাফিয়া এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ একাডেমীর এতিম নিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর ( শনিবার ) সকাল ১০ টায় এতিমখানার তত্ত্বাবধায়ক মাওলানা কারী রুহুল কাদেরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন, এতিমখানার সভাপতি ও মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এতিমখানার সাধারণ সম্পাদক মাওলানা আ.হ. ম নুরুল কবির হিলালী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা পরিচালক মাওলানা আনোয়ার হোসাইন, শিক্ষক মাওলানা নুরুল আমিন, মাওলানা সালেহ আহমদ, মুফতি রিয়াজ উদ্দিন, হাফেজ জয়নাল আবেদীন, মাওলানা ওসমান গণি, মাষ্টার আজিজুল্লাহ, মাষ্টার ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফরিদুল আলম বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা গভীর অধ্যবসায়ী। তাদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত উচ্চ শিক্ষাঙ্গনে ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখছে। এ সফলতা মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পথে প্রেরণা সঞ্চার করবে। মাদ্রাসা ছাত্রদের হীনমন্যতায় ভোগার কোন কারণ নেই। গভীর মনোনিবেশে পড়াশোনা অব্যাহত রেখে আলোকিত মানুষ হওয়ার প্রয়াস চালিয়ে যেতে হবে।
তিনি এই এতিমখানার এতিম নিবাসীদের সামগ্রিক তত্ত্বাবধান ও সুন্দর ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে এতিম, দুস্থ, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।