প্রেস বিজ্ঞপ্তি:
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন স্বাধীনতার ৫০ বছরে বাঙালি জাতির অর্জন অনেক। শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ক্ষেত্রে অনেকদূর এগিয়ে নিয়েছেন বাংলাদেশকে। শেখ হাসিনা দেশের হাল ধরেছেন বলেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। নিজস্ব অর্থায়নে বাঙ্গালীর শ্বপ্ন পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ‍্যে বাংলাদেশ মধ‍্যম আয়ের দেশে পদার্পন করেছে। বাংলাদেশের স্বাধীনতা এনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা। তিনি মহেশখালীতে স্বাধীনতার বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস এবং মুজিব বর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত‍ব‍্যে একথা বলেন। এছাড়া মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী ও উপজেলা আওয়ামী লীগের উদ‍্যোগে গৃহীত কর্মসূচীতে অংশগ্রহন করেন।
১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সাথে সাথে মহেশখালীর আগুনের পরশ মনি স্মৃতি সৌধে পুষ্পস্তবক ও ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে সকাল সাড়ে ৮ টায় মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধারের সংবর্ধনা ও বিকেলে ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ অনুষ্ঠানে সর্বাত্মক অংশগ্রহন করেন আশেক উল্লাহ রফিক এমপি। অন্তত ১০ হাজার লোক এ শপথ অনুষ্ঠানে অংশ নেন। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা, সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল মোঃ জাহিদুল ইসলাম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ডাঃ নুরুল আমিন, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফোরকান, সহ-সভাপতি নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন যুগ্মসাধারণ সম্পাদক ব্রজগোপাল,যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, মাতারবাড়ির চেয়ারম‍্যান আবু হায়দার, শাপলাপুর ইউপির চেয়ারম‍্যান এডঃ আবদুল খালেক, কালারমারছড়ার চেয়ারম‍্যান তারেক বিন ওসমান শরীফ, কুতুবজুমের চেয়ারম‍্যান এডঃ শেখ কালাম, ছোট মহেশখালীর চেয়ারম‍্যান জিহাদ বিল আলী, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এহছানুল করিম, সম্পাদক মাহবুব-উল-আলম তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক অনুপ কুমার দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ।