এম আবু হেনা সাগর,ঈদগাঁও :

বাস ভাড়া বৃদ্ধি, তেল ও কেরোসিনের দাম বৃদ্ধি, নিত্যপণ্য, খাদ্যসামগ্রী ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঈদগাঁওতে সু-শাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯ শে নভেম্বর বিকেলে ঈদগাঁও নিউ মার্কেটস্থ ডিসি সড়ক সংলগ্ন স্থানে সুজন উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি মনজুর আলমের সভাপতিত্বে,সাধারন সম্পাদক মো: রেজাউল করিমের পরিচালনায় সংক্ষিপ্ত পরিসরে এক প্রতিবাদ সমাবেশও হয়। এতে বক্তব্য রাখেন- সুজন ঈদগাঁও উপজেলা সদস্য খতিব এনামুল হক ইসলামাবাদী,সদস্য রাশেদুল আমির চৌধুরী, জাগ্রত জালালাবাদ সভাপতি তরুন আইনজীবি মোবারক সাঈদ, ইপসা ইয়াং গ্রুপের সভাপতি হারুন।

এতে উপস্থিত ছিলেন, সুজন,ঈদগাঁও উপজেলা শাখার অর্থ সম্পাদক আবু তৈয়ব চৌধুরী, দপ্তর সম্পাদক এম আবু হেনা সাগর,সদস্য তৌহিদুল ইসলাম, বিএমএসএফ,ঈদগাঁও উপজেলা শাখা আহবায়ক শেফাইল উদ্দিন, ঈদগাঁও ঐক্য পরিবার এডমিন ইমরান তাওহীদ রানা, সাবেক যুবনেতা সাহাব উদ্দিন, ঈদগাঁও বাপার জলবায়ু বিষয়ক সম্পাদক জাফর আলম,ঈদগাঁও বাজার ভূমি মালিক সমিতি অর্থ সম্পাদক আবু সালেহসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।