মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার বড় পুকুর পাড় নিবাসী, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ মুসলিম প্রকাশ মুসলিম সর্দার (৭৪) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১৬ নভেম্বর জোহরের নামাজের পর শহরের টেকপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত মরহুমের নামাজে জানাজায় টেকপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হক ইমামতি করেন।

জানাজার পূর্বে মুসলিম সর্দারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, টেকপাড়া সোসাইটির প্রধান উপদেষ্টা আবদুল খালেক, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্টাফ এহসানুল হক রিয়াজু, মরহুমের একমাত্র পুত্র সন্তান জাবেদ উল্লাহ মিয়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তরা আদর্শ, পরিশুদ্ধ ও শিষ্টাচার সমৃদ্ধ সমাজ বিনির্মানে মুহাম্মদ মুসলিম প্রকাশ মুসলিম সর্দার এর ব্যাপক অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জানাজায় প্রচুর মুসল্লী অংশ নেন। জানাজা শেষে মুসলিম সর্দারের ইচ্ছা অনুযায়ী কক্সবাজার শহরের দক্ষিণ তারাবনিয়ার ছরা কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রসঙ্গত, মুহাম্মদ মুসলিম প্রকাশ মুসলিম সর্দার (৭৪) সোমবার ১৫ নভেম্বর সন্ধ্যা ৫ টা ২০ মিনিটের দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মুসলিম সর্দার দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মুসলিম সর্দার দীর্ঘ চার দশকেরও বেশী সময় ধরে সফলতার সাথে শহরের টেকপাড়া বড় সমাজের সর্দার এর দায়িত্ব পালন করেছেন। তিনি একজন কৃতি ফুটবল খেলোয়াড়, ডিসি সাহেবের বলীখেলার রেফারী, ক্রীড়া সংগঠক ছিলেন। শহরের তারাবনিয়ার ছরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, দক্ষিণ তারাবনিয়ার ছরা কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ স্থানীয় বিভিন্ন কল্যানকর প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

মুসলিম সর্দার মধ্যম টেকপাড়ার মরহুম মোহাম্মদ ইউনুস ও মরহুমা কুলসুম বেগমের দ্বিতীয় পুত্র। মুসলিম সর্দার টেকপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ পেশকার এর ছোট ভাই, শহরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন টেকপাড়া সোসাইটি’র সভাপতি এম. জাহেদ উল্লাহ’র চাচা এবং সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ উল্লাহ মিয়া ভাই এর পিতা।