নির্বাচনে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। গুলশানের অল কমিউনিটি ক্লাবের আসন্ন নির্বাচনে পরিচালক পদের জন্য লড়ছেন তিনি। এর আগে ২০১৩ সালেও একবার এই ক্লাব থেকে পরিচালক পদে নির্বাচন করে জিতেছিলেন এই গায়ক। এবারও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি।
রবি চৌধুরী জানান, আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অল কমিউনিটি ক্লাবের ২০২১-২২ মেয়াদের নির্বাচন। এবারের নির্বাচনে ১০টি পরিচালক পদের জন্য লড়বেন মোট ১৫ জন। নির্বাচনে রবি চৌধুরীর ব্যালট নম্বর ১৩। মোট ভোটার ১২০০ জন।
এই সংগীতশিল্পী বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে আমি এ ক্লাবের সদস্য। ক্লাবের হয়ে নিয়মিতই বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছি। সবার সঙ্গে আমার সম্পর্কটাও বেশ ভালো। আশা করি, সবাই আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।