উখিয়ার হলদিয়ায় ব্যালেট বক্স ডাকাতি, নৌকার প্রধান এজেন্টের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২১ ০৯:৫৫

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


প্রধান আসামী নৌকার এজেন্ট ইউনিয়ন তথ্য সেবা কর্মকর্তা শফিউল আলম

ডেস্ক নিউজ:

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের ব্যালেট বক্স ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

১১ নভেম্বর দুপুরে ৫নং ওয়ার্ডের ব্যালেট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ঐ কেন্দ্রের নৌকার প্রধান এজেন্ট শফিউল আলমকে প্রধান আসামী এবং বাদশার ছেলে কাজলের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় নলবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মোঃ নুরুল ইসলাম বাদি হয়ে ওই মামলা দায়ের করেন।

ব্যালেট বক্স ছিনতাই মামলার প্রধান আসামি শফিউল আলম প্রকাশ কম্পিউটার শফি হলদিয়াপালং ইউনিয়নের তথ্য সেবা কর্মকর্তা। তিনি ৫নং ওয়ার্ড কেন্দ্রের নৌকা মার্কার প্রার্থী শাহ আলমের প্রধান এজেন্ট ছিলেন।

এজাহার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে নির্বাচন বানচাল করতে শফির নেতৃত্বে নলবনিয়ায় পরিকল্পিতভাবে ব্যালেট বক্স ছিনতাই করা হয়।

উখিয়া থানার ওসি সানজুর মোরশেদ জানিয়েছেন, ১১ নভেম্বর হলদিয়া পালং ইউনিয়নের নির্বাচনের দিন ৫নং ওয়ার্ডের নলবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যালেট বক্স ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় শফিউল আলমকে প্রধান আসামী করে ২ জনের নাম উল্যেখ করা হয়েছে।

তিনি আরো জানান এই মামলায় ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।