মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইন এর যোগদান ও বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ এর বিদায় উপলক্ষে শনিবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক,ব্যবসায়ীদের নিয়ে চা চক্র ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপ-অধিনায়ক মেজর কাজী অহেদুর ইসলাম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিদায়ী জোন কমান্ডার বলেন, দীর্ঘ এক বছর সুনামের সহিদ নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সীমান্ত সুরক্ষা, বিজিবির টহলের পাশাপাশি মাদক, অবৈধ,অস্ত্র উদ্ধারসহ বর্তমান বৈশ্বিক করোনা মোকাবেলায় জোন কতৃপক্ষ অসাধারন ভুমিকা রেখেছে। বিজিবি পাহাড়ের সবার সাথে ভ্রাত্বিত্বভোদ রেখে সমান তালে এগিয়ে এসেছে। দায়িত্ব চলাকালিন এ এলাকার মানুষের আর্তসামাজিক উন্নয়ন,, বিনা মুল্যে চিকিৎসা সেবা, শান্তি বজায়ের উদ্যাশে চিত্র বিনোদন ফুটবল টুূর্নামেন্ট আয়োজন করা, করোনা মহামারি প্রার্দুভাবে কর্মহীন মানুষের মাঝে খাদ্য শষ্য বিতরনসহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে পারর্দশী।
ফলে এ এলাকার সকল সম্প্রদায়ায়ের জনসাধারন আমাকে সর্বাথক ভাবে সার্বিক সহযোগিতা করে আসছিলেন,এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকে সে প্রত্যাশা করেন তিনি। ১১ বিজিবির জোন কতৃক আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল, মোঃ নাহিদ হোসাইন বলেন, আমি সবে মাত্র যোগদান করেছি, আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। এ সময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ,ইউএনও সালমা ফেরদৌস। উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, ইফসান খাঁন ইমন, মোঃ জয়নাল আবেদীন টুক্কু, সানজিদা আক্তার রোনা,কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ উসমান ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।