মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ ইউপি নির্বাচন বৃহস্পতিবার। এ ইউনিয়ন দু’টিতে ভোট নিতে কেন্দ্রে প্রস্তুত রয়েছেন কর্মকর্তা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর সালেহ বলেন,১১ নভেম্বর বৃহস্পতিবার বাইশারী ও দোছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচন সুষ্টভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে। দু’ইউনিয়নের ১৮ কেন্দ্রে ভোট নেয়ার কাজে দায়িত্বরত কর্মকর্তারা প্রয়োজনীয় কাগজ-পত্র নিয়ে প্রস্তুত আছেন। সরকার সুষ্ট নির্বাচনে বিশ্বাসী। সুতারাং নয়-ছয় হবে না।
তিনি আরো বলেন,ভোটাররা যথাযথভাবে ভোট দেবেন। তারা সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত টানা ভোট দিতে পারবে।

উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস জানান,সুষ্ট ভোটের জন্যে যে সব নিরাপত্তা দরকার তার ব্যবস্থার মধ্যেই নির্বাচন হচ্ছে । এখানে থাকবে র‌্যাব,বিজিবি,পুলিশ আনসার সদস্যরা। প্রতিটি কেন্দ্রে থাকা বাহিনী ছাড়াও থাকবে অতিরিক্ত ৪টি মোবাইল টিম। এ সব টিম নিয়ে ১ জন করে ম্যাজিষ্টেট থাকবেন। এভাবে ভোট দেয়ার পর একই দিন (১১ নভেম্বর)যথাসম্ভব ভোটগণনা শেষ করে ভোটের ফলাফল প্রকাশ হবে উপজেলা পরিষদ হল রুমে।