বার্তা পরিবেশক :
কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে এমপি জাফর আলম কক্সবাজারস্থ শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদারের বাড়িতে যান। এ সময় নিহতের স্ত্রী, সন্তানসহ শোকাহত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় এমপি পরিবারের সকল সদস্যের সাথে কথা বলেন এবং ঘটনার পরম্পরার ব্যাপারে অবহিত হন। এ সময় সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কক্সবাজার জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরীসহ দলের চকরিয়া ও পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় এমপি জাফর আলম শহীদ জহিরুল ইসলাম সিকদারের পরিবারের খোজ-খবর নেন এবং সাধ্যমতো তাদের পাশে দাঁড়ান। ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এমপি জাফর আলম।
এদিকে এমপি জাফর আলম সোমবার বিকেল চারটায় অংশগ্রহণ করেন কক্সবাজার সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত শ্রমিকলীগ সভাপতি শহীদ জহিরুল ইসলাম সিকদারের নামাজে জানাজায়। এতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলায় নিহত কক্সবাজার জেলা শ্রমিকলীগ সভাপতি শহীদ জহিরুল ইসলাম সিকদারের শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি নির্মম এই হত্যাকাণ্ডের পেছনে যাদের ইন্ধন রয়েছে তাদেরকে গ্রেপ্তারসহ ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এমপি জাফর আলম। এক শোক বার্তায় পরিকল্পিত এই হত্যাকাণ্ডের রহস্য উম্মোচন করে প্রকৃত দোষীদের শনাক্ত করতেও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান এমপি।