জাহাঙ্গীর আলম কাজল নাইক্ষ্যংছড়ি:
পাবর্ত্য বান্দবানের নাইক্ষ্যংছড়িতে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবা‌য়ে উন্নয়ন’-প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ‌নিবার (৬নভেম্বর) ২০২১ইং সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থে‌কে এক‌টি বর্ণাঢ্য র‍্যা‌লি বের হ‌য়ে প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে সদর উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে আলোচনা সভায় মি‌লিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস এর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় ‌বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন
উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমবায় অফিসার কবির আহমদ, নাইক্ষ্যংছড়ি বাজার ব্যবসায়ী সহ-সভাপতি আবু তাহের সও,সমবায় সমিতির অফিস সহকারি নুরুল আবছার নাইক্ষ্যংছড়ি নির্মান শ্রমিক সমিতির জাহেদ হোসেনসহ অনেকই।

এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সমবায় অফি‌সের কর্মকর্তা, সাংবা‌দিক, ব্যবসায়ীসহ অনেকই উপ‌স্থিত ছি‌লেন।
এদিকে, সকল সাড়ে টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পাতাকা উত্তোলন শেষে একটি র‌্যালি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শে‌ষে ২০২১ সা‌লে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সববায় সমিতি কে সনদ ‌বিতরণ করা হয়।