মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
নাইক্ষ্যংছড়িতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মৌলভী নুরুল আলমকে গ্রেফতার ও বিচারের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে মামলার বাদি কলিম উল্লাহ । বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাংবাদিকদের এমন অভিযোগ করেন ভিকটিমের পরিবার।

বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে করা মামলার সূত্রে জানা যায়, গত ২২ আগষ্ট নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা বাজার পাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে মৌলভী নুরুল আলম প্রতিবেশী অসহায় কৃষক কলিম উল্লাহ’র মাদ্রাসায় পড়ুয়া ৭ম শ্রেণির মেয়ে (১৩) কে সকাল আনুমানিক দশটার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে পানি খোঁজার ভান ধরে ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও স্পর্শকাতর জায়গায় হাত দেয়। এসময় মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আসামি পালিয়ে যায়।
পরে এ সংক্রান্তে মেয়েটির বাবা  নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দাখিল করলে থানা কর্তৃপক্ষ তা আমলে না নিয়ে আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন। এরপর বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে আদালত মামলাটি নথিভুক্ত করে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
সম্প্রতি সময়ে ভুক্তভোগী পরিবার জানতে পারে নুরুল আলম তথ্য গোপন করে বর্তমানে উখিয়া, লামা, বান্দরবান ও মাঝে মধ্যে নাইক্ষ্যংছড়িতে আসেন। মামলার বাদী ভিকটিমের পিতা কলিম উল্লাহ বলেন, আমি গত ২৬/০৮/২০২১ইং তারিখে বাদী হয়ে বান্দরবান আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছি। যাহার মামলা নং ৩৯/২১।

এদিকে নাইক্ষ্যংছড়ি থানা সূত্রে জানা গেছে, পুলিশ তাকে খোঁজছেন। তাই যেখানে দেখবেন খবর দেওয়ার জন্য বলেন।

সম্প্রতি আসামি এখন বিভিন্নভাবে ভয় দেখিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছে। তাই বাদীপক্ষ থানা পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।