মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রোহিঙ্গা শরনার্থীদের (বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক) মাঝে ওরাল কলেরা ভ্যাক্সিন কার্যক্রম শুরু হয়েছে। রোববার ১০ অক্টোবর উখিয়ার ১/ই রোহিঙ্গা ক্যাম্পে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত (অতিরিক্ত সচিব) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডা. ফেরদৌস কাদেরী, জাতিসংঘের সংস্থা, বেসরকারি সহযোগী সংস্থা সমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ, আইসিডিডিআরবি, কমিউনিটি হেলথ ওয়ার্কিং গ্রুপ, কক্সবাজার যৌথভাবে এ কর্মসূচী বাস্তবায়ন করছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান স্বহস্তে রোহিঙ্গা শিশুদের ওরাল কলেরা ভ্যাক্সিন খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচী শুরু করেন।