খলিল চৌধুরী, সৌদি আরব ##
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দেড় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে শুধুমাত্র ফিলিপাইনের ফ্লাইট পরিচালনার মাধ্যমে চালু হচ্ছে সৌদি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট।

২১ এপ্রিল জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

আর পর্যায়ক্রমে অন্যান্য দেশের ফ্লাইট ও চালু হওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সূত্রঃ সাবক এন্ড আজেল নিউজ।

সৌদি আরবে গত ২ মার্চ থেকে দেশটির ১৩ টি বড় শহর অনির্দিষ্টকাল ও সমগ্র সৌদি আরব জুড়ে চলছে বিশেষ কারফিউ। দেশটির শুধুমাত্র মুদির দোকান, সুপার মার্কাটে, ওষুধ ফার্মেসি ও খাবার হোটেল ছাড়া সব সব ব্যবসা বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছেন।