মুহাম্মদ শাহ জাহান, ইউএই:

বহুমুখী ও সৃজনশীল কাজের মাধ্যমে এগিয়ে যাবে টেকনাফ সমিতি ইউএই। প্রবাসীদের সার্থ সংশ্লিষ্ট ইউনিক কর্মসূচি সাধারণত অন্যান্য সমিতিতে দেখা যায় না। এ ক্ষেত্রে টেকনাফ সমিতি ব্যতিক্রম আয়োজন করেছে। গত ১০ এপ্রিল টেকনাফ সমিতি ইউএই’র ঈদ পুণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, প্রবাসে কষ্টার্জিত রেমিট্যান্স বৈধ চ্যানেলে দেশে প্রেরণ করে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হবে।


সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নুর আল হেলাল রেস্টুরেন্টে সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ জাহানের সঞ্চালনায় ও ড, মাওলানা আব্দুস সালাম আজহারির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্স্যুলেট লেডিস গ্রুপের সভানেত্রী মিসেস আবেদা হোসেন। বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম মোদাচ্ছের শাহ, সদস্য ইঞ্জিনিয়ার আরিফ সিকদার বাপ্পি, এস এম শাফায়েত, মেহেদ রুবেল, জাসেদুল ইসলাম, ইরফানুল ইসলাম, সমিতির সহ সভাপতি রাশেদ উল্লাহ, অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ইদ্রিস, প্রচার সম্পাদক মা: আজিজ উল্লাহ, মাও: মুহাম্মদ লোকমান হাকিম, মুছা জাফর, ছৈয়দ আকবর, খুরশিদুল ইসলাম, হোছাইন বাদশা, হোছাইন আহমদ, সাঈদ আলমসহ অনেকে।
সমিতির সভাপতি ড, আব্দুস সালাম আজহারি পিএইচডি অর্জন করায় এ গণ সংবর্ধনা দেওয়া হয়।
সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত ও গান পরিবেশন করেন, সদস্য আব্দুল্লাহ শাকের, তাহের কবির, উমর ফারুক, আব্দুল্লাহ, সাদেক উল্লাহ।
উল্লেখ যে উক্ত অনুষ্ঠান একাধিক ভাষায় সংগীত ও কবিতায় মুখরিত করে তুলে সমিতির সদস্যরা।