বলরাম দাশ অনুপম :

কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ একুশে পদকপ্রাপ্ত প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথেরো’র মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু সংঘরাজ শিল্পাচার্য ভদন্ত রতনজ্যোতি মহাথের। বৃহস্পতিবার দুপুরে ভদন্ত রতনজ্যোতি মহাথেরো’র নেতৃত্বে ভারতীয় ভিক্ষুসংঘ সত্যপ্রিয় মহাথেরোর মরদেহে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর বিকেলে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন তিনি। মতবিনিময় সভায় স্মৃতিচারণ করতে গিয়ে ভারতীয় সংঘরাজ শিল্পাচার্য ভদন্ত রতনজ্যোতি মহাথের বলেন, প্রয়াত সত্যপ্রিয় মহাথের’র অন্তর্ধানে ভারত-বাংলা উপমহাদেশের বৌদ্ধ সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি শুধুমাত্র তাঁকে এক পলক দেখারর জন্য এবং শ্রদ্ধা জানাতে এই বয়সে এখানে ছুটে এসেছি। স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন-ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. বুদ্ধপ্রিয় মহাথের, চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রিয়রতœ মহাথের, পুটিবিলা মহাবোধি বিহারের অধ্যক্ষ ভদন্ত তাপসজ্যোতি থের, কেন্দ্রীয় সীমা মহাবিহারের ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, ড. সুকোমল বড়ুয়া, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া প্রমুখ।