মুহাম্মদ শাহ জাহান, ইউএইঃ

গতকাল (১৬ এপ্রিল ) রাতে আবুধাবির ইন্টার কন্টিনেন্টাল হোটেলের বল রুমে বাংলাদেশ দূতাবাস অাবুধাবির উদ্যোগে শুভ নববর্ষ ২০১৯ উদযাপিত হয়েছে। শুরুতে বাংলাদেশ ও আরব আমিরাতের জাতীয় সংগীত পরিবেশিত হয়।

এ সময় প্রথম সচিব জুবায়েদ হোসেনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দূতাবাস এর রাষ্ট্রদূত ডাক্তার মুহাম্মদ ইমরান। তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমিরাতের সাথে বাংলাদেশ দীর্ঘ দিনের সম্পর্ক মাননীয় প্রধান মন্ত্রীর আমিরাত সফরের মধ্যে দিয়ে আরো সুদৃঢ় হয়েছে বলে জানান। তিনি নতুন বছরে প্রবাসীদের সুখ দুখে পাশে আছে এবং ভবিষ্যৎও দূতাবাস সব সময় প্রবাসীদের পাশে থাকবে বলে অংঙ্গিকার করেন। প্রবাসীদেরকে আমিরাতের আইনকানুন মেনে চলারও আহবান জানান তিনি।

এরপর জাপান, ফিলিপাইন, আর্জেন্টিনা সহ প্রায় ২৭ টি দেশের রাষ্ট্রদূত, সিনিয়র কর্মকর্তা সহ উপস্থিত সবাইকে নিয়ে পহেলা বৈশাখের বহুল আলোচিত মঙ্গল শুভাযাত্রা অনুষ্ঠিত হয়। যাত্রা শেষে দেশে অনুষ্ঠিত পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানের খবরাখবর নিয়ে বিউটিফুল বাংলাদেশ নামক একটি বিশেষ প্রামাণ্য চিত্র উপভোগ করেন উপস্থিত বিভিন্ন দেশের অতিথিরা।

অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন দুবাই পুলিশের ডাইরেক্টর মেজর আবদুল্লা মাহমুদ, দুবাই কনসুলেট জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খান, কাউন্সিলর শহীদুজ্জামান ফারুকী, প্রফেসর হাবীবুল হক খন্দকার, দুবাই কমার্শিয়াল কাউন্সিলর একে এম রফিক আহমেদ, লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া, প্রথম সচিব রেয়াজুল হক, অধ্যক্ষ মীর আনিসুল হাসান সহ আবুধাবি দূতাবাস ও দুবাই কনসুলেট এর সকল সিনিয়র কর্মকর্তা, কর্মচারী ও মহিলা সমিতি আবুধাবির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ মোরশেদ আলম, সহসভাপতি মুহাম্মদ রফিক উল্লাহ, সাংবাদিক আবদুল মন্নান সহ আরো অনেকে।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্যে দিয়ে শেষ হয় নববর্ষ উদযাপন অনুষ্ঠান।