সিবিএন ডেস্ক :

মহেশখালী উপজেলার বড় মহেশখালী দেবাঙ্গাপাড়া নিবাসী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব বদর উদ্দিন (৯০) তিনি আজ ১৫ জুন সকাল ৬:০০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

আজ বিকাল ৩:০০ ঘটিকার সময় বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, বর্তমানে তাঁর সন্তানদের মধ্যে ১ মেয়ে কক্সবাজার সদরে ও ৩ ছেলে মহেশখালী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় কর্মরত আছেন।

স্কুলের সকল শিক্ষক ছাত্রছাত্রী  মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।