এম এনাম হোসেন, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি :

বিনিয়োগকারী ও পেশাজীবিদের যেমন চিকিৎসক, প্রকৌশলী,বিজ্ঞানী,উদ্ভাবক,গবেষকদের ইউ এ ই সরকার দশ বছর মেয়াদী রেসিডেন্স ভিসা সুবিধা দেবেন।তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও এ সুবিধা পাবেন। সংযুক্ত আরব আমিরতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম গতকাল রবিবার কেবিনেট মিটিং শেষে এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছেন।

বার্তায় তিনি জানিয়েছেন গ্লোবাল ইনভেস্টর যারা তাদের ইউ এ ই ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের শতভাগ মালিক তারা এই সুযোগ পাবেন। এছাড়া ইউ এ ই’র বিশ্ববিদ্যালয়গুলো থেকে গ্র্যাজুয়েশান করার পরও যাতে শিক্ষার্থীরা এখানে অবস্থান করতে পারেন তাদের ৫ বছর ও বিশেষ মেধার অধিকারীদের দশ পর্যন্ত ভিসা দেয়া হবে। চলতি বছরের শেষ তৃতীয়াংশ থেকে এ নির্দেশ বাস্তবায়িত হবে। তিনি বলেছেন আমিরাত মেধাবী প্রজন্মের এবং বিনিয়োগকারীদের জন্য অবারিত সম্ভাবনার উর্বর ক্ষেত্র হতে চায়।

আমিরাতের অভিবাসী ও ব্যবসায়ী সম্প্রদায় সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।