সোয়েব সাঈদ, রামু:

রামুতে দূর্যোগকালীন ঝূঁকি মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এ সহযোগিতায় ইউ ফাউন্ডেশন ও স্প্রিট এর অর্থায়নে ইপসা ইয়ুথ-হোপ ৮৭ বাংলাদেশ এ মহড়ার আয়োজন করে।

অগ্নিকান্ড ও ভূমিকম্প চলাকালে ঝূঁকি মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন কৌশল নিয়ে এ মহড়া শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে সাড়া জাগিয়েছে। মহড়ায় কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা, দমকল কর্মী (অগ্নিসেনা) ছাড়াও কলেজ, স্কুল,-মাদরাসার শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন।

মহড়া শেষে আয়োজিত ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইপসা (এসডিপি) পরিচালক মো. মাহবুবুর রহমান, ইয়েস প্রজেক্ট এর ফোকাল পার্সন নাসিম বানু শ্যামলী, কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ সহকারি পরিচালক মো. আবদুল মালেক, ইয়ুথ এমপাওয়ারমেন্ট থ্রো স্কীলস (ইয়েস) এর প্রকল্প ব্যবস্থাপক একেএম মনিরুল হক, রামু রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সোয়েব সাঈদ, ইয়েস এর মাঠ কর্মকর্তা আতিকুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিকান্ড, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা সহ বিভিন্ন প্রকার দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে সকলকে সচেতন হতে হবে। বসত বাড়ি বা যে কোন স্থাপনা নির্মাণে দূর্যোগকালীন সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রতিটি বড় ভবনের সামনে দমকল কর্মীদের গাড়ি যাতায়াতের ব্যবস্থা রাখতে হবে। বর্তমান সরকার দূর্যোগকালীন সময়ে ঝূঁকি মোকাবেলায় সচেতনতামূলক কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহড়ার আয়োজন অব্যাহত রয়েছে। সরকারের পাশাপাশি ইয়ুথ এমপাওয়ারমেন্ট থ্রো স্কীলস (ইয়েস) এ ধরনের মহড়া আয়োজন করে জনস্বার্থে প্রশংসনীয় ভূমিকা রাখছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ সহকারি পরিচালক মো. আবদুল মালেক এর নেতৃত্বে অনুষ্ঠিত মহড়ায় কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স লিডার আবদুল্লাহ, সাজ্জাদ হোসেন, দমকল কর্মী (অগ্নি সেনা) ওবাইদুল হক, জামাল হোসেন, কামরুল ইসলাম, জোবাইরুল ইসলাম, রাখাল রুদ্র, ছবুর মিয়া, শাহাদাৎ হোসেন মামুন, রিয়াজ উদ্দিন সহ রামুর একে আজাদ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ মিঠাছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসা, চেইন্দা আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ইয়ুথ এমপাওয়ারমেন্ট থ্রো স্কীলস (ইয়েস) প্রকল্পের আওতায় ট্যুরিষ্ট গাইড, হোটেল ম্যানেজমেন্ট ও আইসিটি বিভাগের প্রশিক্ষণার্থীরা অংশ নেন।