মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরো ১ জন নিহত হয়েছে। এনিয়ে এই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জন দাঁড়ালো। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১ জন। নিহত, আহত সকলেই সিএনজি’র যাত্রী।
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহিউদ্দিন মহিন দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার ২৭ আগস্ট সকাল সাড় ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি খানা দুমড়ে মুচড়ে যায়। টেকনাফমুখী ডাম্পার ট্রাকের সাথে উখিয়া থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজি (অটো রিকসা) এর মুখোমুখি এই সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর পর হাইওয়ে পুলিশ ও উখিয়া থানা পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনা কবলিত ডাম্পার ট্রাক ও সিএনজি খানা জব্দ করা হয়েছে বলে জানান, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহতদের মধ্য, ৩ জনের পরিচয় পাওয়া গেছে , এরা হলেন উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন (৪৫), একই এলাকার গুরা মিয়ার পুত্র আনোয়ারুল ইসলাম (২৫) ও রামু উপজেলার ফতেখাঁরকুল গ্রামের মনিন্দ্র ধরের পুত্র বিধুধর (৪০)। নিহত আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তার পরিচয় জানা যায়নি। নিহত ও আহতদের স্বজনদের বুকফাটা আর্তনাদে হাসপাতাল কম্পাউন্ডের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
আহত ব্যক্তি হলেন-রামু উপজেলার গর্জনিয়া সিকদার পাড়ার নুরুল আলমের পুত্র হাবিব উল্লাহ (৩০)। তাকে গুরতর আহত অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশাংকা জনক বলে জানা গেছে।
Share this: