আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া:
সারাদেশের ন্যায় কুতুবদিয়ায়ও লকডাউনের দ্বিতীয় দিন পালিত হচ্ছে। সকাল থেকে দ্বীপের দোকান বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছু দোকানপাট খুলতে শুরু করে। এরই পেক্ষিতে লকডাউন কার্যকর করতে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও সচেতনতা কার্যক্রম শুরু করা হয়েছে।
মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে মাস্ক ছাড়া দ্বীপের বিভিন্ন স্থানে চলাফেরা করা জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন কুতুবদিয়া থানা পুলিশ। পাশাপাশি লকডাউনের নির্দেশনা মেনে চলতে সচেতন করার আহব্বান করেন।
এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম, এসআই রায়হান উদ্দিন, এসআই আব্দুল্লাহ আল ফারুক, এসআই মকবুল হোসেন বকুল, এএসআই কাউসার, এএসআই আব্দুর রশিদসহ থানা পুলিশের একটি দল।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, মানুষের মঙ্গলের জন্যই মাস্ক পরা, স্বাস্থ্য বিধি মেনে চলা। আমরা চাই জনগন সচেতন হোক। ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছি। জোর করে নয়, জনগনকে উদ্বুদ্ধ করতেই আমাদের এই মাস্ক বিতরণ।