কক্সবাজার জেলা প্রশাসকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করিয়ে দেওয়ার জন্য। গত শনিবার ৩০ নম্বেবর রোজ শনিবার ২০১৯ কক্সবাজার একটা এনজিওতে নিয়োগ পরীক্ষা শেষে ভাগিনা কে নিয়ে কলাতলী পয়েন্ট বীচে ঘুরতে যাই।আনুমানিক বিকেল ৫টার দিকে ভাগিনার হাত থেকে মোবাইলটা পানিতে পড়ে হারিয়ে যায়। অনেক খোজাখুজির পর না পেয়ে ভাগনে কে নিয়ে চলে আসি। আমি ভাগিনাকে বাসায় দিয়ে চট্টগ্রাম চলে আসি। এরপর রাত ১১টার সময় আমি আমার মোবাইলে কল দিয়ে দেখি একজন ভদ্রলোক কলটি রিসিভ করে এবং জেলা প্রশাসকের লোক বলে পরিচয় দেন। এবং জানতে পারলাম পানিতে পডায় তারা মোবাইলটা ওয়াস করেও রেখেছিল এবং অন্য একটি মোবাইলে আমার সিমটা অন রেখেছিল যাতে পরিচিত কারো কল আসলে বিষয়টা জানাতে পারেন। এরপর আমার কল পেয়ে উনারা মোবাইলটা হেফাজতে আছে বলেন এবং একজন পরিচিত লোককে পাঠাতে বলেন যাতে মোবাইলটা হস্তান্তর করতে পারেন। সবশেষে হারিয়ে যাওয়া শখের মোবাইলটা ও ফিরে পেলাম। উনাদের এই কাজে যে মানবিকতার পরিচয় দিয়েছেন তা সত্যিই অনবদ্য,ভাষায় প্রকাশ করার মত নয়। তাই আমি আবারো আন্তরিকভাবে ধন্যবাদ জানায় কক্সবাজার জেলা প্রশাসক সহ সকল কর্মকর্তা দের এমন উদার মানবিকতার পরিচয় দেওয়ার জন্য।

পযর্টকদের নিরাপত্তার বিষয়টা যে কত গুরুত্বের সাথে দেখা হয় এই ঘটনাটি তার একটা উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।

 

কৃতজ্ঞতায়

বোরহানুল ইসলাম

লেকচারার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনন্সিটিউট, চট্টগ্রাম (কম্পিউটার টেকনোলজী)

মোবাইল নং :০১৮৩০১১৮৯৬৫, ০১৬৩২৩৫৪৯৪৭