প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ পরিষদের তিন উপজেলা শাখায় সাংগঠনিক সফর সম্পন্ন করেছে।

২৮ জুন শুক্রবার কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ মহেশখালী, পেকুয়া এবং চকরিয়া উপজেলা শাখায় উক্ত সাংগঠনিক সফর সম্পন্ন হয়।

সকালে পরিষদ মহেশখালী উপজেলার ঠাকুরতলা রাখাইন বৌদ্ধ বিহারে পৌছেন। পৌছেই অত্র বিহারের প্রয়াত অধ্যক্ষ শহীদ উতৈচিংদা মহাথের’র শহীদ স্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর গ্রামবাসী এবং বিহার কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত পূর্ব নির্ধারিত মতবিনিময় সভায় যোগ দেন। সভায় গ্রামবাসী এবং বিহার কর্তৃপক্ষ তাদের বিহারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এসময় কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু এবং পরিষদের অপরাপর কর্মকর্তাবৃন্দ তাদের সব কথা ধৈর্য্য সহকারে শুনেন।

মতবিনিময় সভা শেষে পরিষদ দীর্ঘদিন ধরে অযতœ অবহেলায় পড়ে থাকা প্রাচীন এবং ঐতিহ্যবাহী জাদি পরিদর্শন করেন। এসময় পরিষদ উক্ত ঐতিহাসিক জাদির বেহাল অবস্থা দেখে বিস্ময় প্রকাশ করেন এবং জাদিটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।

মহেশখালীর ঘোরকঘাটাস্থ ঠাকুরতলা রাখাইন বিহারে আয়োজিত উক্ত মতবিনিময় সভা শেষে পরিষদ পেকুয়া উপজেলাধীন বারবাকিয়া র্খাাইন বিহারের উদ্দেশ্যে রওনা করেন।সেখানে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ পেকুয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মিসভায় যোগদান করেন।

উক্ত সভা শেষে বিকালে পরিষদ কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ চকরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মিসভায় যোগদান করেন। চকরিয়া উপজেলার ঘুনিয়া চন্দ্রজ্যোতি বৌদ্ধ বিহারে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক প্রিয়দা বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু। এসময় পরিষদের কেন্দ্রীয় এবং উপজেলা শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক সুজিত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চকরিয়া উপজেলা শাখা এবং কেন্দ্রীয় পরিষদের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।