সিবিএন:
শহরের হোটেল মোটেল জোনের কলাতলি এলাকায় বাতিলকৃত প্লট থেকে শ্যামলী, ঈগল ও হানিফ বাস কাউন্টার উচ্ছেদ করা হয়েছে। এ সময় ওশান পার্ল ট্যুরিজম নামের একটি প্রতিষ্ঠানের অফিসও গুড়িয়ে দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) মো: নাজিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
তবে কাউন্টার সংশ্লিষ্টরা অভিযোগ করেন, বিনা নোটিশে তাদের উচ্ছেদ করায় অনেক মূল্যবান মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযানকারী পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। সহকারী কমিশনার (ভূমি) মো: নাজিম উদ্দিন বলেন, উচ্ছেদকৃত কাউন্টারের জায়গাটি খাস। সরকারী জায়গায় অবৈধ কাউন্টার করার অভিযোগে উচ্ছেদ করা হয়।