প্রেস বিজ্ঞপ্তি:
চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার ছিকলঘাট স্টেশনস্থ স্থানীয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে। লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আমিনুজ্জামান ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শাখার আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষার মূল লক্ষ্য-উদ্দেশ্যই হচ্ছে তাকওয়ার ভিত্তিতে পরিশুদ্ধ জীবন পরিচালনা করা। সেই সিয়াম সাধনার মাস মাহে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। তিনি, বাকি ১১মাস মাহে রমজানের তাৎপর্যপূর্ণ এমন শিক্ষাকে কাজে লাগাতে; সকলকে সচেতনতার সহিত এগিয়ে আসার আহবান জানান।

এতের বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা উত্তরের আমীর মাওলানা ছাবের আহমদ, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুক, ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার জেলা সভাপতি ছাত্রনেতা আজিজুর রহমান, জামায়াত নেতা মাস্টার মুহাম্মদ মুছা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জয়নাল আবেদীন প্রমুখ ব্যক্তিবর্গ। এসময় জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।