সংবাদ বিজ্ঞপ্তি:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এতে আব্দুর রহমান আরিফী সভাপতি, সাইমুন সোহেল সাকিব সহ-সভাপতি এবং সাহেদুল ইসলাম আবরারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
২৬ ডিসেম্বর সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ইবরাহীম খলীল।
তিনি বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুদীর্ঘ ৩৪ বছর ধরে একটি দৃঢ় আদর্শিক ভিত্তির ওপর দাঁড়িয়ে পথচলা অব্যাহত রেখেছে। নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মাঝেও এই সংগঠন কখনো তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি।”
তিনি আরও বলেন, “আমাদের পথ একটাই—ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করা। ইসলামের পতাকা উঁচু রাখতে ইসলামকেই সঙ্গে নিয়ে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য ও অঙ্গীকার। এই আদর্শিক যাত্রা কখনো থামেনি, ভবিষ্যতেও থামবে না।”
তিনি প্রত্যেক দায়িত্বশীলকে সৎ, নিষ্ঠাবান, আত্মপ্রত্যয়ী ও কর্মমুখর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “পৃথিবীতে বহু আদর্শ এসেছে ও বিলীন হয়েছে, কিন্তু একমাত্র ইসলামী আদর্শই চিরস্থায়ী। ইসলামী আদর্শ যুগে যুগে কোথাও প্রবল গতিতে, কোথাও স্থিরভাবে হলেও বহাল থাকবে। ইতিহাসের শ্রেষ্ঠ জ্ঞানী ও মনীষীদের অধিকাংশই ইসলামী খেলাফতের সময়েই গড়ে উঠেছেন।”
এসময় তিনি হাদি হত্যা, সিয়াম হত্যা, দীপু চন্দ্র দাসসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার কার্য সম্পন্ন করার জোর দাবি জানান।
তিনি আরও বলেন, “সাহাবায়ে কেরামের অনুসরণই ইসলামী ছাত্র আন্দোলনের মূলনীতি—এ কথা সবসময় মনে-প্রাণে ধারণ করতে হবে। কেবল পাঠ্যপুস্তক নয়, প্রকৃত মানুষ হওয়ার মাধ্যমেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন সম্ভব। আদর্শ ছাড়া ছাত্রসমাজ কিংবা কোনো রাষ্ট্র কখনোই সুন্দরভাবে চলতে পারে না।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য মাওলানা মোহাম্মদ আলী। তিনি বলেন, “দেশের মানুষ আর লুটেরা ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। দেশে বহু শাসনব্যবস্থা এসেছে—এবার ইসলামকে সুযোগ দিন। আমরা একটি সুখী, সমৃদ্ধশালী ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, অবিচার ও খুনাখুনি থাকবে না; দেশের অর্থ বিদেশে পাচার হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আর আলেম-ওলামাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারবে না।”
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি ইয়াছিন আরফাত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইমুন সোহেল সাকিব।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ শুয়াইব, সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী, সেক্রেটারি এ আর এম ফরিদুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি রিদুয়ানুল হক শামসী, এছাড়াও জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সম্মেলন, নতুন কমিটি ঘোষণা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
