কক্সবাজার ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নামে আওয়ামী দোসরদের চাঁদাবাজি ও কমিটি বাণিজ্যের অভিযোগ

প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৮:৪২ , আপডেট: ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৮:৫১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সংবাদদাতা:
কক্সবাজার ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের কমিটিতে এখনো ভর করে আছে আওয়ামী লীগের দালাল ও দোসর। চিহ্নিত সিন্ডিকেটের কারণে হয়রানির শিকার শ্রমিকরা। এই চক্রের বিরুদ্ধে কমিটি বাণিজ্য, চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে।

২৪ ডিসেম্বর সংগঠনের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান এসব অভিযোগ তুলেছেন।

কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আওয়ামী লীগ নেতা হাকিম আলী, আরিফুল ইসলাম, নাসির উদ্দীন, সাবের আহমদ বাবু, কুতুব উদ্দিন, নুরুল আমিনসহ একটি সিন্ডিকেট চাঁদাবাজি ও কমিটি বাণিজ্যে জড়িত।

টেকনাফের কিছু ইয়াবা কারবারী ও চট্টগ্রামের শ্রমিকদের উস্কানি দিয়ে সংগঠনের বিরুদ্ধে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

মুফিজুর রহমান আশঙ্কা করে বলেন, আওয়ামী দোসরদের স্বঘোষিত অবৈধ কমিটির চাঁদাবাজির কারণে রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনশৃংখলার চরম অবনতি হতে পারে। এসব অপকর্মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কক্সবাজার ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় শহরতলীর লিংরোড়স্থ আজিজুল বারী কমপ্লেক্সের ২য় তলায়। এই সংগঠনের কক্সবাজার শাখার অধীনস্থ উপশাখা ইসলামপুর নাপিতখালী বটতলীস্থ শাখা পরিচালনা কমিটির প্রাক্তন সদস্যরা বিগত ২০২৪/২৫ইং সন হতে প্রধান অফিসের সাথে যোগাযোগ বন্ধ করে যাবতীয় লেভী ও চালানের আয়ের হিসাব প্রদান না করে অর্থ আত্মসাতের কারণে প্রধান কার্যালয় বিগত ১৭ ডিসেম্বর কমিটি বিলুপ্ত করে।

নতুনভাবে গঠনতান্ত্রিক উপায়ে ১৭ (সতের) সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

বিষয়টি অবগত হয়ে আওয়ামী দোসররা তাদের সহযোগী অজ্ঞাতনামা ১৫/১৬ জন সন্ত্রাসী জেলা কমিটিকে হুমকি ধমকি প্রদান করে। এ বিষয়ে ঈদগাঁও থানায় সাধারণ ডাইরিও করেন মুফিজুর রহমান। স্বৈরাচার আওয়ামী অপরাধীচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ নাসির উদ্দীন বলেন, শ্রম অধিদপ্তরের গঠনতন্ত্র অনুযায়ী কোন কমিটির নির্বাচন স্থগিত হলে পূর্বের কমিটি বহাল থাকবে। এখানো কোনো এডহক কমিটির বিধান রাখা হয়নি। বা কোন নতুন কমিটি বানিয়ে সংগঠন চালানোরও সুযোগ গঠনতন্ত্রে নাই।

সংবাদ সম্মেলনে কক্সবাজার ট্রাক, মিনিট্রাক ও পিক-আপ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আবদুস সবুর, ইসলামপুর ইউনিয়ন সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুন্নবী, প্রচার সম্পাদক রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।