নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা ওলামা দলের উদ্যোগে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর বাদ আসর পৌরসভার ৩ নং ওয়ার্ডের উমিদিয়া জামেয়া কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আহবায়ক আলহাজ্ব আলী হাসান চৌধুরী।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দেশে ইসলামী রাজনীতির সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এই দেশে ইসলামী তাহজিব-তমদ্দুনের বিস্তৃতির পেছনে জাতীয়তাবাদী পরিবারের অবদান অনস্বীকার্য।

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ইসলাম ও মুসলমানদের স্বার্থ পরিপন্থী সকল ধরণের আইন বাতিল করা হবে।

আলী হাসান চৌধুরী বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অবর্ণনীয় জুলুম নির্যাতনের পরও নতি স্বীকার করেন নি খালেদা জিয়া। তিনি সুস্থভাবে রাজনীতির মাঠে থাকতে পারলে গণতন্ত্র অনেক সুসংহত হবে।

জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা জাহের শাহ এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উখিয়া উপজেলার সদস্য সচিব মাওলানা শাহ আলম, সদর উপজেলা আহবায়ক মাওলানা কলিম উল্লাহ, ঈদগাঁও উপজেলা আহবায়ক মাওলানা ফখরুদ্দিন কাজল ফরাজি, মাতামুহুরি আহবায়ক মাওলানা আবদুল মালেক জিহাদি, রামু উপজেলা আহবায়ক মাওলানা মোহাম্মদ ইলিয়াস, পালংখালী আহবায়ক মাওলানা ওমর ফারুক, ওলামা দল নেতা মাওলানা সরওয়ার কামাল চৌধুরীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেলা ওলামা দলের সদস্য সচিব কাজি মনজুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন কক্সবাজার পৌর ওলামা দলের সদস্য মাওলানা মুজিব উল্লাহ।

শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব আলী হাসান চৌধুরী। এ সময় ওলামা দলের বিভিন্ন শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।