সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলার মানবতার অন্যতম “সংগঠন সেভ দ্যা হিউমিনিটিকক্সবাজার ” উদ্যোগে ১০০ জন শিশুদের নিয়ে ফ্রি ডিজিটাল খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর রামু উপজেলার গর্জনিয়ার ও কচ্ছপিয়ায় ইউনিয়নে দিনব্যাপী ডিজিটাল ফ্রি খতনা ক্যাম্পে বিভিন্ন ওয়ার্ড থেকে সকল থেকে বিকাল পযন্ত শিশুরা ফ্রি খতনা ক্যাম্পে অংশ গ্রহণ করে।সেভ দ্যা হিউমিনিটি পরিবারের পক্ষ থেকে শিশুদের ওষুধ ও উপহার প্রদান করা হয়।
উক্ত ডিজিটাল খতনা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,,সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার এর প্রধান উপদেষ্টা কক্সবাজার জজকোর্টের সিনিয়র আইনজীবী রমিজ আহমদ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার এর সভাপতি প্রকৌশলী বশির উদ্দিন মাহমুদ, বিশিষ্ট সমাজ সেবক তৈয়ব উল্লাহ ,যুব বিভাগের ইউনিয়ন সভাপতি গোলাম আজম,সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান, যুব সংগঠক হোছেন আনছারী, বিশিষ্ট সমাজ সেবক আলী আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন স্থান থেকে নামকরা ১৫জনের অধিক ডাক্তাররা ডিজিটাল খতনা ক্যাম্পে অংশগ্রহণ করে। উক্ত খতনা ক্যাম্পে সারাদিন ১০০ এর অধিক শিশুদের অপারেশন করানো হয়।
