সিবিএন ডেস্ক
আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চুড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সব কিছুর দায়িত্বে থাকবে। ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে।
আরও পড়ুন
চকরিয়ার ফাঁসিয়াখালীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ
আ. লীগের কেউ স্বতন্ত্র হয়ে মাঠে নামলে জনগণ প্রতিহত করবে: রাশেদ খান
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরাতে সরকার ভারতে চিঠি দিচ্ছে বলেও জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, আজ একটি ঐতিহাসিক রায় রয়েছে। আবার ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেয়া হয়েছে। কিন্তু সাবেক এক প্রধান বিচারপতি এটিকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। যার সুযোগ নিয়েছিল আওয়ামী লীগ। দলটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটিকে বাতিল করে। আজকে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ বলে দেয়া রায় বাতিল হয়েছে।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
