নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে পরিবারের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়েছে।
১৫ নভেম্বর সকালে কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার খুরুশকুল অফিসে বীজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো:রাসেল খান।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের মানুষকে বিকল্প জীবিকার সুযোগ ও খাদ্যে স্বনির্ভর করতে এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
কোস্ট ফাউন্ডেশনের সিএটিপি প্রধান মো:মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মল স্কেল ফিশারিজ অ্যান্ড জেন্ডার মাইন স্ট্রিমিং প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো:বাবুল হোসেন ও ক্ষুদ্র জেলে পরিবারের নারী সদস্যগণ, কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার সদরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শুধু বীজ বা চারা নয়, উপকরণভোগীদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে ফল উৎপাদনকে আরও সফল করা হবে বলে বক্তারা জানিয়েছেন।
কোস্ট ফাউন্ডেশনের সিএটিপি প্রধান মো:মিজানুর রহমান জানান, স্মল স্কেল ফিশারিজ অ্যান্ড জেন্ডার মাইন স্ট্রিমিং প্রকল্পের আওতায় কক্সবাজারের ক্ষুদ্র জেলে ও নারী সদস্যসহ ২২০ টি পরিবারের মাঝে সবজির বীজ, সার, বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল লাউ, করলা, লালশাক,ঢ্যাঁড়স,চিংগা মিস্টি কুমরাসহ মৌসুমি বীজের বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারাসহ ইত্যাদি।
উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে এই ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে বাড়তি আয় তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য সংশ্লিষ্টদের
