সিবিএন ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হতে পারলে তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজিত নির্বাচনী গণমিছিলে তিনি এ মন্তব্য করেন।

গণমিছিলে বক্তব্য দিয়ে ইশরাক বলেন, নির্বাচিত হলে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন—শেখ হাসিনার বিচার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্মূল এবং দেশে সুশাসন প্রতিষ্ঠায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

বিগত ৩ নির্বাচনের সব কর্মকর্তাদের বাদ দিচ্ছে ইসি

দাবি না মানলে রোববার থেকে বিচারকদের কলমবিরতি

ইশরাক রাজনৈতিক দলগুলোকে ষড়যন্ত্র না করে ভোটের মাঠে নামার আহ্বান জানান। তিনি বলেন, “নির্বাচন ঘিরে বিভাজন নয়, প্রতিযোগিতামূলক রাজনীতি নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকতে হবে।”

তিনি আরও বলেন, “স্বৈরশাসনের সময় যারা এত মানুষ হত্যা করেছে, তাদের বিচার আমার জীবদ্দশায় কার্যকর হতে দেখলে ধন্য হবো।”

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীতে বিএনপির প্রার্থীদের তৎপরতা বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কক্সবাজা ও দেশ-বিদেশের খবরাখবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS এর সাথে।